ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ১৭ টি গ্রামের সমন্বয়ে গঠিত দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।
ক) নাম- ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন- ২০ বর্গ কি:মি:
গ) লোক সংখ্যা: , ৩৫,১৫০ জন
ঘ) গ্রামের সংখ্যা: ১৭ টি
ঙ) মৌজার সংখ্যা: ৮ টি
চ) হাট/ বাজারের সংখ্যা- ৩ টি
ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি ও রিক্সার মাধ্যমে
জ) শিক্ষার হার: ৭০% (২০০১ সালের আদমশুমারী অনুসারে)
ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১৩ টি
ঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ০ টি
ট) উচ্চ বিদ্যালয়- ২ টি,
ঠ) দায়িত্বরত চেয়ারম্যান- জনাব আলহাজ্ব এস.এম আবু সুফিয়ান
ঢ) গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-২ টি
ন) ঐতিহাসিক পর্যটন স্থান-০১ টি
ত) ইউপি নতুন ভবন স্থাপিত কাল: ০৭/১১/২০০৭ খ্রিঃ
ধ) গ্রাম সমূহের নামঃ
উত্তর হাজীশ্বরাই, দক্ষিণ হাজীশ্বরাই, জনার্দ্দনপুর, শিকার জনার্দ্দনপুর, গোপালপুর, শিকারপুর, মুরারীপুর, রঘুনাথপুর, রায়পুর, পূর্বদুর্গাপুর, হরিহরপুর, উত্তর দুর্গাপুর, পূর্বদুর্গাপুর (দক্ষিণ অংশ), পূর্বদুর্গাপুর (মধ্যম অংশ), পশ্চিম দুর্গাপুর, দক্ষিণ দুর্গাপুর, পালগ্রাম।
ন)ইউনিয়ন পরিষদের জনবলঃ
নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন।
ইউনিয়ন পরিষদ সচিব: ০১ জন।
ইউনিয়ন পরিষদ গ্রামপুলিশ : ০৪ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস